
Jul 15, 2025
বিতর্কিত মন্তব্য করে হনুমান চালিশা পেল প্রাক্তন সাংসদ সিপিআইএম নেতা শংকর প্রসাদ দত্ত। একেই বলে মুখের উপর জবাব। বজরংবালিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে লেজেগুবরে প্রাক্তন সংসদ সিপিআইএম নেতা শংকর প্রসাদ দত্ত। সম্প্রতি দুদিন আগে মুক্তধারা অডিটোরিয়াম হলে প্রাক্তন সংসদ সিপিআইএম নেতা শংকর প্রসাদ দত্ত হনুমানকে ষন্ডামার্কা বলে কুমন্তব্য করেছিলেন। মঙ্গলবার হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর আবেদন রেখে ৬ আগরতলা বিধানসভা এলাকার বিজেপি কর্মী ও এলাকাবাসীরা মিলে শংকর প্রসাদ দত্তের বাড়িতে গিয়ে তার হাতে হনুমান চালিশা ও হনুমান মূর্তি তুলে দেয় ।