ত্রিপুরা
img

হাওড়া নদীতে ছাড়া হয় মাছের পোনা

মঙ্গলবার ত্রিপুরা রাজ্য সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের অধীনে জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় আগরতলা যুগেন্দ্রনগর বিদ্যাসাগর সন্নিকটে "হাওড়া নদীতে” বিভিন্ন প্রজাতির প্রায় এক লক্ষাধিক  মাছের পোনা ছাড়া হয়। হাওড়া নদীর জৈবিক চাহিদা পাশাপাশি যারা নদীতে মৎস্য শিকার করে জীবন জীবিকা নির্বাহ করে তাদের সুবিধার্থে এই কাজ হাতে নিয়েছে মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের কর্মকর্তারা। এই  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মেয়র ইন কাউন্সিল বাপি দাস মৎস্য দপ্তরের আধিকারিক সহ অন্যান্য কার্যকর্তারা।