
কৈলাসহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত দেওড়াছড়া এডিসি ভিলেজের দুই নম্বর ওয়ার্ডের কলোনি পাড়া যেন এক বিস্মৃত অধ্যায়। ১৯৮৪ সাল থেকে রিয়াং সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করলেও, আজও নেই পাকা রাস্তা, নেই স্টিল ব্রিজ বা কালভার্ট।এলাকার মানুষজন নিজেদের তৈরি করা বাঁশের সাঁকো দিয়ে ছড়া পার হয়ে বাইরে যান। যাতায়াতের যে পথ রয়েছে, সেটিও সরু, জঙ্গলাকীর্ণ ও বিপজ্জনক। কিছুদিন আগে, ফেব্রুয়ারি মাসে হঠাৎ তিনটি ঘরে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলকে। কিন্তু রাস্তার এই বেহাল দশা জন্য তারা এলেও, ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ১৫টি পরিবারের প্রায় ৭০ জন মানুষ আজও ন্যূনতম পরিকাঠামোর জন্য প্রতিদিন নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এই এলাকাবাসীদের একটাই আবেদন—“আমরা রাস্তা চাই না, অন্তত একটা স্টিল ব্রীজ বা কালভার্ট করে দিন। সরকারের কাছে এটাই আমাদের অনুরোধ।”
আজকের বর্তমান যুগে দাঁড়িয়ে এ যেন এক অনার্য বেদনার প্রতিচ্ছবি—যেখানে উন্নয়নের আলো এখনো ছুঁয়ে দেখেনি এই গ্রামকে।