ত্রিপুরা
img

শ্বাসরুদ্ধ করে স্ত্রীকে খুন পুনর্নির্মাণ করলো স্বামী

মদের জন্যই মরলো স্ত্রী,হত্যাকারী  স্বামী। মদ খেতে স্বামীর উপর স্ত্রীর দিনের পর দিন অত্যাচার এবং শেষ পর্যন্ত এই অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রীকে গলা টিপে খুন করল স্বামী। পরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ খুনি স্বামীর।ঘটনা গত ১০ তারিখ লেফুঙ্গা থানাধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীবাজার অঙ্গনওয়াড়ি এলাকায়।সেদিন নিজ ঘর থেকে গোপা ভীল নামে এক গৃহবধুর রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়,ঘটনাস্থলে আসেন এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ,ওসি লেফুঙ্গা থানা সহদেব দাস সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।অন্য দিকে মৃত গৃহবধুর স্বামী লেফুঙ্গা থানায় গিয়ে ধরা দেয়। সে শিকার করে নেয়  নিজেই সে তার স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে।সোমবার ঘটনার পুনর্নির্মাণ করা হয় পুলিশকে সে দেখালো কি ভাবে নিজের স্ত্রীকে গলা টিপে হত্যা করেছিল।এবং এই ঘটনায় অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ বিশ্বাস জানায় তার স্ত্রী নেশা করত অর্থাৎ মদ পান করতো এবং মদ কিনে দেওয়ার জন্য প্রতিনিয়ত তার উপর অত্যাচার করতো।এবং ঘটনার দিন তার উপর অত্যাচারের পরিমাণ বেড়ে যায় তাই সে গলা টিপে তার স্ত্রীকে খুন করেন।ঘটনার পুনর্নির্মাণ উপস্থিত ছিলেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস,সেকেন্ড অফিসার সুদীপ জমাতিয়া,মামলার আই.ও অজিত জমাতিয়া সহ বিশাল পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা।এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় সূত্র মারফত জানা যায় মদ পান করিয়েই সে উমা গোপকে বিয়ে করে এবং মদের জন্যই তার প্রাণ গেলো।এই বিশ্বজিৎ বিশ্বাস আইস ক্রিম বিক্রি করে পরিবার চালাতো বলে জানা যায়।