ত্রিপুরা
img

বিদ্যুৎ অফিসে গ্রাহকদের তাণ্ডব !

বিদ্যুৎবিল জমা দিতে এসে হয়রানির শিকার গ্রাহকরা, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তারা বিদ্যুতের রিচার্জ করতে পারিনি।ক্ষুব্দ গ্রাহকরা তান্ডব চালায় বিদ্যুৎ দপ্তর অফিসে। গ্রাহকরা অভিযোগ করেন সমস্ত কাজকর্ম ফেলে সকাল থেকে দীর্ঘ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা বিদ্যুতের রিচার্জ করতে পারেনি। প্রতিনিয়ত বলে দেওয়া হয় নেট নেই। যার ফলে গ্রাহকরা বিদ্যুৎ রিচার্জ করতে পারিনি। এদিকে বিদ্যুৎ রিচার্জ অন্যদিকে বিদ্যুতের মাসুল বৃদ্ধি সবমিলিয়ে উত্তাল হয়ে ওঠে সেকেরকোট বিদ্যুৎ দপ্তর অফিস। দ্রুত যে সার্ভারের মধ্যে দিয়ে বিদ্যুতের রিচার্জ করানো হয় সে সমস্ত সার্ভারে সারাই করার দাবী জানিয়েছেন স্থানীয় গ্রাহকরা। তাদের দাবি একে তো অতিরিক্ত বিদ্যুৎ বিল নিচ্ছে তার উপর নেট নেই বলে গ্রাহকদেরও বিভিন্নভাবে হয়রানি করাচ্ছে রাজ্য বিদ্যুৎ দপ্তর।