ত্রিপুরা
img

ইসকনের বামুটিয়ার নিউ গকুল ধামের বিরোদ্ধে অভিযোগ !

বামুটিয়া বিধানসভার তালতলা এলাকায় রয়েছে ইসকনের নিউ গকুল ধাম স্কুল।সেই স্কুলে বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামের পাল পাড়ার এক ছাত্রীকে ভর্তি করানো হয় নিউ গকুল ধামে,যে ছাত্রীটি ৫০ শতাংশ আই কিউ প্রতিবন্ধী অর্থাৎ তার বয়স ৯ বছর কিন্তু তার মানসিক গঠন ৩ বছরের শিশুদের মতো।ছাত্রীর পরিবার তাকে ধামে ভর্তি করানোর সময় সব কিছু জানিয়ে এবং যে বিধিনিষেধ রয়েছে সেই মোতাবেক সমস্ত নথি দেখিয়ে ধামে ভর্তি করেন যেখানে ভর্তি ফি ৪ হাজার টাকার উপরে এবং মাসে ৪০০ টাকা করে।কিন্তু কিছু দিন বাদেই ছাত্রীটিকে ধাম থেকে বের করে দিতে চায় কর্তিপক্ষ্য।এই বিষয়ে ছাত্রীর অভিভাবক যখন ধামে যান কথা বলেন তখন কর্তিপক্ষ্য বলেন ছাত্রীটি তাদের  কথা শুনে না, তাই তাকে ধাম থেকে বের করে দেওয়া হবে তাকে যেনো আর ধামে না পাঠানো হয় এবং ইসকনের বামুটিয়া স্থিত নিউ গকুল ধামের প্রিন্সিপাল প্রিয়াঙ্কা বসাক ছাত্রীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ করেন।পরবর্তী সময় ছাত্রীর পরিবার তাকে ধাম থেকে বের করার কারণ লিখিত আকারে এবং তাদের দেওয়া সমস্ত ফি ফেরত চাইলে তাদের পাত্তা দেননি এবং পুলিশ ডাকেন।পুলিশ এসে ছাত্রীর পরিবার এবং কর্তিপক্ষের কথা শুনে বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করার পরামর্শ দিলে সেই মোতাবেক তাদের টাকা ফেরত দেওয়া হলেও তাদের সন্তানকে ধামে না রাখার লিখিত কারণ দেন নি।এই বিষয়ে ধামে যোগাযোগ করা হলে কর্তিপক্ষ্য ক্যামেরায় কিছু না বললেও জানান গোটা বিষয়টি মীমাংসা হয়েছে তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে।তবে ছাত্রীর পরিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উক্ত ঘটনা বিস্তারিত জানান এবং বলেন সব কিছু জেনে শুনে ভর্তি নেওয়ার পর ছাত্রী এবং ছাত্রীর অভিভাবকদের যে ভাবে হেনস্তা করলো তা মানা যায় না।