
Jul 14, 2025
গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা রাজ্যে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থানার ওসি উদ্যম দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএস আর বাহিনী নিয়ে কাঞ্চনপুরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পরে জলি রামপাড়া এবং বক্তমোহন পাড়ায় অভিযান চালিয়ে ওই এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডেডের ১৩৫ বোতল বিলেতি মদ আটক করে নিয়ে আসে থানায়। কাঞ্চনপুর থানার পুলিশ তল্লাশির আগে বিলেতি মদ ব্যবসায়ী পালিয়ে যায় । জানা গেছে কুখ্যাত মদ ব্যবসায়ীর বিরুদ্ধে কাঞ্চনপুর পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ।