ত্রিপুরা
img

গাড়ির ব্যাটারি চুরি !

 রবিবার গভীর রাতে একটি মালবাহী গাড়ির মধ্যে হাত সাফাই করল চোরের দল এবং গাড়ির ব্যাটারি নিয়ে গেল চোরের দল পুলিশি নিরাপত্তা নিয়ে আবারও উঠছে প্রশ্ন । ঘটনা রবিবার খোয়াই থানার অন্তর্গত গনকী এলাকায় । বিবরণে জানা গেছে খোয়াই গনকী এলাকার লিটন শুক্ল বৈদ্য তার  একটি মাল গাড়ি গ্যারাজ থেকে সরাই করে রবিবার রাতে তার বাড়ির সামনে পার্ক করে রাখে কিন্তু সোমবার সকালে দেখতে পায় তার গাড়ির ব্যাটারিটি নিয়ে গেছে চোরের দল ।অন্যদিকে এই ঘটনায় ফের খোয়াই শহরের  নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে উঠেছে  প্রশ্ন ।