ত্রিপুরা
img

একদিবসীয় আলোচনা সভার উদ্বোধন

মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে উদ্বোধন হলো এক দিবসীয় এইডস, এইচআইভি বিষয়ক সচেতনতা ও সংবেদনশীলতা আলোচনা সভার। জেলার স্বাস্থ্য দফতর কর্তৃক আয়োজিত এদিনের এই সচেতনতা মূলক আলোচনা সভায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি অপর্না নাথ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ ও ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির ডিরেক্টর শুভ্রজিৎ ভট্টাচার্য সহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সকল সদস্য সদস্যরা।এদিকে,এই অনুষ্ঠানের পরেই মন্ত্রী শ্রী রায় সমাজ কল্যাণ দফতরের আয়োজিত "বেটি বাঁচাও বেটি পড়ান" কর্মসূচির সূচনা করেন এবং চারজন বিকলাঙ্গ যুবতীর হাতে সেনিডাইটেশন কিট তুলে দেন।