
হেলদি ভারত গড়ার আহবানে ভারত ভ্রমণে বেরিয়েছে দিল্লির মিশন হেদদি ভারত এনজিও ডাইরেক্টর তাপসী উপাধ্যায়। মিশন হেলদি ভারত সামাজিক সংস্থার পক্ষ থেকে এই যাত্রা শুরু করেন তিনি। বুলেট বাইকে ভারতের সব গুলো রাজ্যে পরিক্রমা করবেন তিনি।গত ৯ মার্চ উত্তর প্রদেশ থেকে তার যাত্রা শুরু হয়।উত্তর প্রদেশ , বিহার,পশ্চিম বঙ্গ,আসাম, নাগাল্যান্ড ঘুরে ত্রিপুরায় প্রবেশ করেছে তাপসী উপাধ্যায়।শুক্রবার ত্রিপুরায় তাকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী তিনি পশ্চিম ত্রিপুরা জেলা পরিক্রমা করেন।সেখানে বিভিন্ন সামাজিক সংগঠন,রাজনৈতিক, সামাজিক ব্যাক্তি,প্রশাসনিক আধিকারিক এবং সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।সুস্থ ভারত গড়ার বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।শনিবার দুপুরে তিনি সিপাহীজলা জেলায় আসেন।বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতনে তাপসী উপাধ্যায়কে স্বাগত জানান রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান কমিটি নবাদল বনিক।সেখানে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের সাথে মত বিনিময় করেন তিনি।শেষে সিপাহীজলা অভয়ারণ্যে পশু পাখিদের সাথে সময় কাটানোর পাশাপাশি প্রকৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসার বার্তা দেন।