ত্রিপুরা
img

অনুষ্ঠিত হলো আনারস উৎসব

কুমারঘাটে অনুষ্ঠিত হলো আনারস উৎসব। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ। রাজ্যের তিন জেলা থেকে আনরস চাষীরা অংশ নেন এই উৎসবে। কৃষি দপ্তরের উদ্যান ও ভূমি সংরক্ষন বিভাগের উদ্যোগে কুমারঘাটের গীতাঞ্জলী প্রেক্ষাগৃহে একদিনের এই আনারস উৎসবের সূচনা করেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যান দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে রাজ্যের কুইন প্রজাতির আনারসের ভূয়োসী প্রশংসা করেন কৃষিমন্ত্রী। রতন লাল নাথ বলেন, সব রাজ্যেরই কিছু জিনিসে বিশেষত্ব রয়েছে। ঠিক তেমনি ত্রিপুরায় ফলের মধ্যে গুরুত্ব পেয়েছে কুইন প্রজাতির আনারস। মন্ত্রী বলেন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই আনারসকে রাজ্যিক ফল হিসেবে ঘোষনা করা হয়েছে রাষ্ট্রপতির হাত ধরে। আনারসের উৎপাদন এবং বানিজ্যের প্রসার ঘটানোর লক্ষেই এই উৎসবের আয়োজন বলে জানান কৃষিমন্ত্রী।এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক তমাল মজুমদার, উদ্যান বিভাগের সচিব দীপক কুমার দাস, কৃষি ও কৃষক কল্যান দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা।