
গ্রেটার তিপ্রাল্যান্ড ও অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভারত তথা ত্রিপুরা রাজ্য থেকে বিতাড়িত করার কাজ তরান্বিত করার দাবী নিয়ে জুনাল চেয়ারম্যান ডেভিড মুরাসিং দিল্লির উদ্যেশ্যে পদযাত্রা শুরু করেন।উল্লেখ্য,চলতি মাসের ৫ জুলাই ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে পদযাত্রা শুরু করেন দিল্লির উদ্যেশ্যে। এই যুব সংগঠনের নেতাকে রাজ্যের প্রবেশ দ্বার তথা আগরতলা থেকে শুরু করে শেষ প্রান্ত চুরাইবাড়ি হয়ে আসাম সীমান্তে পৌঁছে দিতে শনিবার শতশত তিপ্রামথা দলের কর্মীরা জড়ো হয় চুরাইবাড়িতে। সেখানে ডেভিড মুরাসিংকে উৎসাহ ও উষ্ণ সংবর্ধনা প্রদান করতে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপ মন্ত্রী বৃষকেতু দেববর্মা,রাইমা ভ্যালীর বিধায়িকা নন্দিতা দেববর্মা,রুনেল দেববর্মা ইএম, সহ তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা।