ত্রিপুরা
img

বিদ্যুৎ দপ্তরের অবহেলা ! ভেঙে পড়লো বিদ্যুৎ খুঁটি

উত্তর বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় বিদ্যুৎঘ  খুটি নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দপ্তরে  সঠিক ভাবে ঠিক করার আহ্বান রেখেছিল এলাকাবাসী l কিন্তু এলাকাবাসীর বক্তব্য তারপরেও সাড়াই করা হয়নি। শুক্র গভীর  রাত্রে আসাম থেকে আগত ট্রাক বুঝায় গাড়ি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা মারে  ফলে খুঁটিটি রাস্তায় পড়ে যাওয়ার মত অবস্থায় যার থেকে  অনেক বড় বিপদ হতে পারে  । এই ঘটনার ফলে এলাকার বিদ্যুৎ চলে যায় সারারাত্র জনগণ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে খবর পরবর্তী সময়ে শনিবার সকালবেলায় বিদ্যুৎ দপ্তর থেকে এসে খুঁটির সারাই করার কাজ হাতে নেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুৎ দপ্তরের অবহেলায় অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো।