ত্রিপুরা
img

উদ্ধার বিরল প্রজাতির বানর

রবিবার সকালে খোয়াই মহকুমার উত্তর দুর্গানগরের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার। জানা যায়, এদিন সকালে এলাকাবাসী অচেনা একটি প্রাণী দেখতে পান। প্রাণীটির গতিবিধি দেখে এলাকা বাসি খোয়াই বন দপ্তরে খবর দেয় । পরবর্তী সময়  বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটি উদ্ধার করেন বলে খবর বন দপ্তরে কর্মীর ঘটনাস্থলে পর্যবেক্ষণ শুরু করে করেছে জানা গেছে, উদ্ধার হওয়া প্রাণীটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি উদ্ধার করে খোয়াই বনদপ্তরের কার্যালয়ে নিয়ে আসা হয় ।বন দপ্তরের হেফাজতে তাদের চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে। এবং পরবর্তী সময়ে খোয়াই মহকুমা বনদপ্তরের আধিকাধিকার নির্দেশ অনুসারে এই বিরল প্রজাতির লজ্জাবতী বানর গভীর বনে ছাড়া হবে বলে জানিয়েছেন