
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগ রবিবার ধর্মনগরে অনুষ্ঠিত হলো কিষাণ কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা ও সাংবাদিক সম্মেলন। এ উপলক্ষে উত্তর জেলার একদিনের সফরে ধর্মনগরে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সভায় সভাপতিত্ব করেন কিষাণ কংগ্রেসের রাজ্য সভাপতি ও প্রাক্তন বিধায়ক অশোক বৌদ্ধ। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য, উত্তর জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেন, ধর্মনগর জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় রাজ্যের কৃষকদের সমস্যা, মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ বিভ্রাট সহ নানা ইস্যু নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং আগাম আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়।সাংগঠনিক সভা শেষে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন,সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা বলেন, “ত্রিপুরায় বিজেপি সরকার একদিকে করের বোঝা বাড়াচ্ছে, অন্যদিকে স্মার্ট মিটার বসানোর নামে জনজীবন কে দুর্বিষহ করে তুলছে। সরকার এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে চলছে।আগামীকাল থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ-প্রতিবাদের কর্মসূচি শুরু হবে বলে তিনি জানান।সাংবাদিক সম্মেলনের শেষে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনজন বিশিষ্ট নেতা। তাঁদের হাতে দলীয় পতাকা ও উত্তরীয় তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে স্বাগত জানান প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা ও জেলা কংগ্রেস নেতত্বরা