ত্রিপুরা
img

নেশা সামগ্রী সহ আটক নেশা কারবারি

রবিবার উত্তর ত্রিপুরা জেলা কাঞ্চনপুর মহকুমা অন্তর্গত  নারায়ণ সরণি এলাকার প্রজ বনিকের বাড়ি থেকে গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনপুর থানার ওসি উদ্যম দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএস আর বাহিনী নিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে অবশেষে   ৮৫ কোটা হেরোইন দুটি মোবাইল ফোন  ও নগদ ৯১০০ টাকা  সহ দুইজনকে  আটক করে ।এলাকাবাসী সূত্রে জানা যায় অভিযুক্তরা হল  প্রজ বণিক,  পরেন্দ্রনাথ  । এই দুইজন দীর্ঘ কয়েক বছর ধরে এই ধরনের ব্যবসার সাথে জড়িত এলাকার মানুষ মুখ খুলতে  চাইলে তাদেরকে  হুমকি-ধমকি দিয়ে দেয় ।