
Jul 13, 2025
রবিবার উত্তর ত্রিপুরা জেলা কাঞ্চনপুর মহকুমা অন্তর্গত নারায়ণ সরণি এলাকার প্রজ বনিকের বাড়ি থেকে গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনপুর থানার ওসি উদ্যম দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএস আর বাহিনী নিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে অবশেষে ৮৫ কোটা হেরোইন দুটি মোবাইল ফোন ও নগদ ৯১০০ টাকা সহ দুইজনকে আটক করে ।এলাকাবাসী সূত্রে জানা যায় অভিযুক্তরা হল প্রজ বণিক, পরেন্দ্রনাথ । এই দুইজন দীর্ঘ কয়েক বছর ধরে এই ধরনের ব্যবসার সাথে জড়িত এলাকার মানুষ মুখ খুলতে চাইলে তাদেরকে হুমকি-ধমকি দিয়ে দেয় ।