
বিশালগড় বাইপাস সংলগ্ন কামাখ্যা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক বিশালগড় চন্দ্রনগর নিবাসী জীবন দেবনাথের বিরুদ্ধে রবিবার লিখিতভাবে বিশালগড় মহিলা থানায় অভিযোগ জানায় অসহায় এক গৃহবধুর পরিবার।গৃহবধূকে ফুসলিয়ে বহিরাজ্যে নিয়ে বিক্রি করে দেবার অভিযোগে রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছে গৃহবধুর ভাসুর দিলীপ নমঃ এবং তার ভাই প্রদীপ নমঃ। স্ত্রী বুল্টি নমঃ বিগত প্রায় পাঁচ থেকে ছয় মাস যাবত বিশালগড় বাইপাসে জীবন দেবনাথের হোটেল এন্ড রেস্টুরেন্টের কাজ করে আসছিল। জীবন দেবনাথ গৃহবধূ বুল্টি নমঃ' র সঙ্গে শারীরিক কার্যকলাপ শুরু করে দেয়। গৃহবধূর আই কার্ড আধার কার্ড ব্যাংক একাউন্ট সমস্ত কিছু হাতিয়ে নিয়ে বিশাল বড় ধরনের লোন নিয়ে নেয় গৃহবধূর নামে।গৃহবধূ বুঝতে পারেনি তার চক্রান্ত। ১১ ই জুলাই গৃহবধূ বুল্টি নমঃ' বাড়ি থেকে বের হয়ে যায়। খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি । তিন দিন ধরে গৃহবধূকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বিশালগড় মহিলা থানায় গিয়ে লিখিতভাবে হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে গৃহবধুর স্বামী এবং বড় ভাই।হোটেল মালিক জীবন দেবনাথের বিরুদ্ধে আরও অভিযোগ সে নাকি আগে আরও চারটি বিয়ে করেছে।