ত্রিপুরা
img

আত্মহত্যার চেষ্টা শিশু সহ জন্মদাত্রী মায়ের !

রবিবার বিকেলে বিশালগড়ে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে চার মাসের শিশুকে নিয়ে ব্রীজের উপর থেকে বিজয় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা শিশু সহ জন্মদাত্রী মায়ের।  ঘটনাস্থলে পথচারীরা শিশু সহ মাকে প্রাণে বাঁচায়।ঘটনাস্থলে স্বামী ছুটে আসার সাথে সাথে তাকে উত্তেজিত জনতারা ধরে ফেলে।খবর দেওয়া হয় বিশালগড় থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় পুলিশ  এবং অভিযুক্ত স্বামীকে বিশালগড় থানায় নিয়ে যায়।জানাযায় বক্সনগর আশাবাড়ি এলাকার গৃহবধূ তানজিনা আক্তারের উপর স্বামী সবুজ মিয়া প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করেন।স্বামী সবুজ মিয়ার নির্যাতন সহ্য করতে না পেরে রবিবার বিকেলে বিশালগড় বাজার এলাকায় ব্রীজের উপর থেকে বিজয় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মুহূর্তের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা বাজার চত্বরে।