ত্রিপুরা
img

নিখোঁজ পিতার সন্ধানে কন্যা!

চার দিন ধরে নিখোঁজ পিতার সন্ধান চাইছে কন্যা। ঘটনা মোহনপুর মহকুমার গোছামুড়া এলাকায়। ঘটনায় স্বাভাবিকভাবে উদ্বেগ দেখা দিয়েছে পরিবার সহ প্রতিবেশীদের মধ্যে। জানা গেছে গোছামুড়ার শ্রীধর সরকার চার দিন আগে বাড়ি থেকে বের হয়েছিল। এখনো বাড়ি ফিরে না আসায় অবশেষে পুলিশের শরণাপন্ন হল পরিবার। পরিবার সূত্রে খবর গত বুধবার বিকেলে বাড়ি থেকে গোছামোড়া গ্রামে নেশা করতে গিয়েছিল শ্রীধর সরকার তার সাথে গিয়েছিল প্রতিবেশী বিষ্ণু-কন্দ। রাতে বিষ্ণু কন্দ বাড়িতে ফিরে এলেও শ্রীধরের  আর বাড়ি ফেরা হলো না। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীধর এর মেয়ে জানায় গোছামুড়া গ্রামের শ্রিদাম তাঁতির বাড়িতে তার বাবা মদ্যপান করতে গিয়েছিল। সেখানে খোঁজাখুঁজি করে ও তার কোন হদিস পাওয়া যায়নি। পুলিশ মামলা হাতে নিলেও এখনো কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানা যায়।