ত্রিপুরা
img

মুখ্যমন্ত্রীর নিকট সাহায্যের আবেদন !

রাজনৈতিক সংঘর্ষে মারাত্মকভাবে আহত বিজেপির এক কর্মী মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করেছেন। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বাঁশতলী এডিসি ভিলেজ কমিটির নলজলা এলাকায়।বিছানায় শয্যাশায়ী মফিজ মিয়া এবং তার স্ত্রী মিঠু বেগম সংবাদমাধ্যমে জানায় বিগত প্রায় তিন বছর পূর্বে ধনপুর বিধানসভার উপনির্বাচনে  জনজাতি মোর্চার সিপাহীজলা জেলা নেতৃত্ব কানু রাজ দেববর্মা বেশ কয়েকজন বিজেপি দলের কর্মীকে নিয়ে যায় ধনপুর। সেখানে রাজনৈতিক সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয় মফিজ মিয়া। তার বাইক আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি তার মোবাইল ছিনতাই করে নেওয়া হয়। রাজনৈতিক সংঘর্ষের জেরে তার একটি হাত এবং পা ভেঙ্গে যায় । তাকে নিয়ে যাওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতালে। প্রায় ১০ দিন হাসপাতালে চিকিৎসার পর বাড়িতে ফিরে আসে মফিজ মিয়া। প্রায় তিন বছর যাবৎ সে বিছানায় শয্যাশায়ী। কোন কাজকর্ম করতে পারেন না।তার স্ত্রী মিঠু বেগম কাজকর্ম করে স্বামীর চিকিৎসা করার পাশাপাশি সংসারের ব্যয়ভার বহন করে। নতুন মন্ডল সভাপতি তাপস দাস ও মফিজ মিয়াকে বাড়িতে গিয়ে দেখে এসেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন তাকে কিছু একটা দেবে। কিন্তু কেউ কোনরকম সাহায্য এবং সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছেন মফিজ মিয়া। যার ফলে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুর্দিনের বিজেপি কর্মী মফিজ মিয়া এবং তার স্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন।