ত্রিপুরা
img

দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজোর থিম উন্মোচন

পূজো প্রায় চলেই  আসছে। আর মাত্র কটা মাস ব্যাস তারপরই পুজো ।তাই রাজ্যের বিভিন্ন ক্লাব গুলিতেও প্রস্তুতি চলছে বেশ জোর কদমে। থিম নিয়ে চলছে বিভিন্ন পরিকল্পনা।দুর্গাপূজা মানেই আনন্দ, উৎসব, আর নতুন কিছু। প্রত্যেক বছর আমরা নতুন থিমের জন্য অপেক্ষা করে থাকি।  এই বছর  দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের থিম হচ্ছে শহীদের প্রতি বিনম্র।রবিবারদেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের আসন্ন দূর্গা পূজার থিম উন্মোচন হল। থিম উন্মোচন করেন সাংসদ রাজিব ভট্টাচার্য। এবার পুজো বেশ জমজমাট হবে এবং আকর্ষণীয় হবে বলে আশা প্রকাশ করেন তাদের ক্লাবের সদস্যরা।