
স্বামী মৃত্যু হয়েছে মাত্র তিন মাস হলো, তার মধ্যে অসহায় বিধবার ঘরের বেড়া কেটে চোরের দল গড়ে হানা দেয়। শনিবার গভীর রাতে অসহায় বিধবা তনুশ্রী সাহা স্বামী মৃত রাজেশ রায় গতকাল বাড়িতে না থাকায় চোরের দল ঘরের বেড়া কেটে হানা দিয়ে স্বর্ণালঙ্কার সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। রবিবার সকাল তনুশ্রী সাহা ঘরে এসে দেখতে পায় তার ঘরে চুরির ঘটনা চিৎকার শুরু করতে পাড়া প্রতিবেশী ছুটে আসেন। খবর দেয়া হয় বিশ্রামগঞ্জ থানায়। পুলিশ খবর পেয়ে দক্ষিণ চড়িলাম ৬ নং কলোনি অসহায় বিধবা মহিলা তনুশ্রী সাহার বাড়িতে ছুটে আসেন। চোরের ঘটনা নিয়ে পুলিশ তদন্তে নামেন। পাশাপাশি বিশ্রামগঞ্জ থানার পুলিশ তনুশ্রী সাহা কে চুরি ঘটনা নিয়ে যদি কাউকে কোনো রকম সন্দেহ হয় তাহলে বিশ্রামগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের কর্তব্য বলে দেন। তবে অসহায় বিধবা মহিলা তনুশ্রী সাহা জানান এলাকারই কিছু নেশায় আসক্ত যুবকরা এ সমস্ত চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে। অনেকেই সন্দেহের চোখে রয়েছে তবে সেই বিষয়ে পুলিশকে একান্তে নাম জানাবে অসহায় বিধবা মহিলা তনুশ্রী সাহা।