ত্রিপুরা
img

দুই প্রতিবেশীর সংঘর্ষে আহত এক

বিপদনাশিনী পুজোয় গভীর রাত পর্যন্ত সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষে  আহত এক। ঘটনা বিশালগড় থানাধীন ভাটি লারমা চিকন ছড়া এলাকায়। জানা গেছে শনিবার ওই এলাকার সুদর্শন নম: র বাড়িতে বিপদ নাশিনী পুজোর আয়োজন করা হয়। অভিযোগ পূজা উপলক্ষে বাড়িতে বিকট শব্দে গভীর রাত পর্যন্ত সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। কিন্তু তার প্রতিবেশী বাদল নমঃ সাউন্ড বক্সের আওয়াজ কমানোর জন্য সুদর্শন নম: র বাড়িতে গিয়ে বললে সুদর্শন নম:, সজল নম:, মধু নম: এবং আকাশ নম তার উপর সঙ্গবদ্ধ আক্রমণ চালায়। এতে আহত হয় বাদল নমঃ। পরে স্থানীয় এলাকাবাসী সহ  বাদল নম: বিশালগড় থানায় এসে অভিযোগ দায়ের করে। ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।