
প্রসঙ্গত, বনমালীপুর ৩১ নম্বর ওয়ার্ডে রবিবার কংগ্রেসের একটি উঠান সভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ আরও প্রায় ৬০ জন দলীয় কর্মী সমর্থক। সভা চলাকালীন হঠাৎই সেখানে হামলা হয় বলে অভিযোগ কংগ্রেস বিধায়কের। প্রকাশ্য দিবালোকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিজেপির সমর্থকরা এই হামলা করেছেন বলে, দাবি কংগ্রেস বিধায়কের। এদিকে ঘটনাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। একসময় পুলিশি হেফাজতে গোপালচন্দ্র রায়কে বৈঠক থেকে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস বিধায়ক। ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছেন তিনি। তবে কংগ্রেসের বৈঠকের উপর হামলার ঘটনা অস্বীকার করেছে পুলিশ। পুলিশ আধিকারিক জানিয়েছেন, কংগ্রেসের বৈঠক যেখানে অনুষ্ঠিত হচ্ছিল তার বাইরে বেশ কয়েকজন যুবক রাজনৈতিক স্লোগান তুলছিল। কিন্তু কোন ধরনের হামলার ঘটনা সংঘটিত হয়নি। এদিকে বৈঠকস্থলের বাইরে বিধায়ক গোপাল রায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপি সমর্থকরা জানান, এলাকার বিধায়ক গোপালচন্দ্র রায় স্থানীয় জনগণের পাশে থাকেন না। বন্যা পরিস্থিতি থেকে শুরু করে এলাকার যেকোনো সমস্যা হলে উনাকে স্থানীয় মানুষ কাছে পান না। তাই উনি বিধায়ক পদের যোগ্য নন। অবিলম্বে বিধায়ক পর থেকে পদত্যাগের দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করেছেন বিজেপির কর্মী সমর্থকেরা