ত্রিপুরা
img

সোনার হার সহ গ্রেফতার ছিনতাইবাজ

ছিনতাই হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সোনার চেইনটি উদ্ধার করতে সক্ষম হলো আগরতলা পূর্ব থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে বিশ্বজিৎ তাঁতী ওরফে গনু নামে এক ছিনতাই বাজকে। আগরতলা পূর্ব থানায় সদর এসডিপিও দেবপ্রসাদ রায় এই ছিনতাইয়ের বিষয়ে জানালেন, চন্দ্রপুর এলাকার বাসিন্দা অনিল চন্দ্র বণিক। তার স্ত্রীর নাম বিশাখা দেবনাথ। বয়স ৫৯। ৫ জুলাই তার সোনার চেইনটি ছিনতাই করে নিয়ে যায় দুই ছিনতাইবাজ। জানা গেছে দুই ছিনতাইবাজ বাড়ির সাফাইয়ের কাজ করার জন্য গিয়েছিল বিশাখা দেবনাথের  কাছে। সে সময় বিশাখা দেবীর স্বামী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বিশাখা দেবীর গলার সোনার হারটি ছিনতাই করে পালায় দুই ছিনতাইবাজ। সন্ধ্যার সময় ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলা পূর্ব থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার পরেই শহর আগরতলা সহ শহরের আশেপাশে কারা এই ধরনের ছিনতাইয়ে  জড়িত থাকতে পারে তাদের একটি তালিকা প্রস্তুত করে পূর্ব থানার পুলিশ। সেই হিসেবে এই তালিকায় থাকা ছিনতাইবাজদের ছবি দেখানো হয় বিশাখা দেবীকে। এর মধ্যে একজন ছিনতাইবাজকে চিহ্নিত করতে সক্ষম হন বিশাখা দেবনাথ। রাতেই এই ছিনতাইবাজকে এয়ারপোর্ট থানাধীম লক্ষীলুঙ্গা চা বাগান এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেফতার করে আনে পূর্ব থানার পুলিশ। তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে। তার কাছ থেকে তথ্য নিয়ে অপর ছিনতাইবাজকেও চিহ্নিত করা গ্রেফতার করা হবে বলে জানালেন দেবপ্রসাদ রায়।