ত্রিপুরা
img

বিএমএস নেতার পা ধরে ক্ষমা চাইলেই মিলবে চিকিৎসার সহায়তা !

বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজার এলাকার যাদব মণ্ডলের ৫ বছরের শিশু কন্যাকে আজ থেকে প্রায় ১৭ দিন আগে অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে কালী বাজারে ধাক্কা দেয়  একটি অটো। পরে শিশুটির পরিবার ও স্থানীয়দের সহয়তায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তখন অটো চালক শান্ত দাস প্রতিশ্রুতি দেন যে শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে কিন্তু ঘটনার সে আর শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি,এমনকি পুলিশে ঘটনা জানালেও পুলিশ কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ করে শিশুর মা।তাই দিনমজুর যাদব মণ্ডল অসুস্থ মেয়ের চিকিৎসা করাতে না পেরে সেই অটো চালককে ফোন করলে দুইজনের মধ্যে বাদে বাক বিতন্ডা।এতেই ক্ষেপে যান শ্রমিক সংগঠন বি এম এস বামুটিয়া শাখার জয়ন্ত নামে এক নেতা পাশাপাশি শিশুটির পরিবারকে উল্টো ধমকি দেয় বলে অভিযোগ পরিবারের।ঘটনার ১৭ দিন বাদে আজ বি এম এস বামুটিয়া শাখায় এক সালিশি সভা বসে,সেই অটো চালক,অটোর ধাক্কায় আহত শিশুর পরিবার,স্থানীয় মণ্ডল নেতাদের উপস্থিতিতে  সিদ্ধান্ত হয় শিশুটির চিকিৎসা বাবদ ২হাজার টাকা প্রদান করবে অটো চালক তবে বি এম এস নেতা জয়ন্তর পা ধরে ক্ষমা চাইতে হবে শিশুর অসহায় পিতা যাদব মণ্ডলকে।কিন্তু এর প্রতিবাদ জানান শিশুর পরিবার।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান গোটা ঘটনা আহত শিশুর মা,মাসি।তারা দাবি করে শিশুর চিকিৎসা ব্যয় যেন বহন করা হয়।অটোর ধাক্কায় আহত ৫ বছরের শিশু সঠিক বিচার পায় কি না সেটাই দেখার।