ত্রিপুরা
img

প্রধানমন্ত্রীত্বের ১১ বছর পূর্তিতে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করলেন মুখ্যমন্ত্রী

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে আজ মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা তাঁর নিজ বিধানসভা কেন্দ্র ৮ নং টাউন বড়দোয়ালী-র শান্তিপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সরকারের জনকল্যাণমূলক কাজের খতিয়ান সম্বলিত পুস্তিকা বিতরণ করেন। এই ১১ বছরে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী যে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন, সেসকল তথ্য পুস্তিকায় তুলে ধরা হয়েছে।
লিফলেট বিতরণকালে মুখ্যমন্ত্রী বলেন যে, জনকল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিগত ১১ বছরের কাজকর্ম লিফলেট আকারে লিখেও শেষ করা যাবে না। তিনি আরও বলেন, আজ ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ‘ভারত কেশরী’ ডক্টর  শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মদিবস। ডক্টর  শ্যামাপ্রসাদ মুখার্জীর চিন্তাধারাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস্তবে রূপ দিচ্ছেন। বিগত ১১ বছরে কাশ্মীর থেকে ধারা ৩৭০ এবং ৩৫ ‘এ’র অবলুপ্তি এই সংকল্পেরই প্রতিফলন।
এদিন এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী পুর নিগমের ২০নং ওয়ার্ড এলাকায়ও বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ান সম্বলিত পুস্তিকা তুলে দেন।