
শনিবার রাতে আর.এস পাড়া এলাকায় নিয়মিত ভেহিকেল চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা সহ সাতজন পাচারকারীকে আটক করে পুলিশ। তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে প্রায় ২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা ছয়জনেরই বাড়ি বিহারের ভাগলপুর জেলায় বলে জানা গিয়েছে। এছাড়াও এক জন ত্রিপুরার লেফুঙ্গা এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা মাদক পাচারের বিষয়টি স্বীকার করে জানায়, অর্থের বিনিময়ে তারা এই কাজ করছিল। ধৃতদের নাম সাম্ভু কুমার মণ্ডল , অভদেশ কুমার মণ্ডল , মান্টু মণ্ডল , অঞ্জনী মণ্ডল , সঙ্গীতা কুমারী , ললিতা দেবী সকলেই বিহারের বাসিন্দা। গৌতম দেববর্মার বাড়ি লেফুঙ্গায় । কল্যাণপুর থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে NDPS আইনের উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের খোয়াই জেলা আদালতে পাঠানো হয়েছে। থানার এক আধিকারিক কড়া বার্তায় বলেন, “ত্রিপুরাকে মাদকমুক্ত করতে কোনো রকম আপস করা হবে না। মাদকের সাথে যুক্ত কেউই রেহাই পাবে না।