ত্রিপুরা
img

খুন কাণ্ডে গ্রেফতার তিন!

গত ২৮ জুন সিমনার কৃষ্ণপুর চা বাগানে মোহনপুরের ই রিস্কা চালক বিকাশ দেবনাথ খুন হয়েছিল।  খুন কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। আরো অনেকে গ্রেপ্তার হতে পারে বলে ধারণা। রাজ্যের বাইরেও আরো এক দুজন খুন কান্ডের আসামী থাকতে পারে বলে সূত্রের খবর।  অভিযুক্তরা হল সিমনা বিধান সভার দারুগা মুড়ার  যুবক প্রতোষ দেববর্মা, সুইহিং দেববর্মা। এদেরকে গত ৩০ জুন নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছিল। পাশাপাশি গত ১ জুলাই বুধজংনগরের দুর্গা চৌধুরি পাড়ার বিক্রম দেববর্মা সহ বিকাশের ই রিস্কা আনা হয়েছিল সিধাই থানাতে। সিধাই থানার তরফে গত ২ জুলাই অভিযুক্তদের  ৫ দিনের রিমান্ড চেয়ে  কোর্ট প্রেরণ করা হয়েছিল । পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিমাদ্রি প্রাসাদ দাস শনিবার সমস্ত ঘটনার রহস্য উন্মোচন করলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি। সাথে ছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, সিধাই থানার  ওসি মঙ্গেশ পাটারি, সুন্দর টিলা ফাঁড়ি ওসি তথা এই মার্ডার কেইসের আই ও ধ্রুবজয় রিয়াং সহ অনান্যরা। আরো অনেক তথ্য  রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। আসামীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবী জানাচ্ছে এলাকাবাসী।