
নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে খোয়াই থানার পুলিশ। রামচন্দ্র ঘাটের ইন্দিরা কলোনি এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। সাথে বাড়ির মালিকের স্ত্রীকে আটক করা হয়েছে।ঘটনার বিবরণে জানা যায়,খোয়াই থানার পুলিশে কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে খোয়াই থানার অন্তর্গত রামচন্দ্র ঘাটের ইন্দিরা কলোনি এলাকার জনৈক্য টিংকু আচার্যের বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় দশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে খোয়াই থানার পুলিশ।নেশা কারবারি টিংকু আচার্য বাড়িতে ছিল না। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য লক্ষাধিক টাকা। টিংকু আচার্যকে না পেয়ে তার স্ত্রীকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা হাতে নেওয়া হয়েছে।