ত্রিপুরা
img

চুরি কাণ্ডে নয়া মোড়

কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা কল্পনা ভট্টাচার্যের বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় মামলা দায়ের করা হয় কাঞ্চনপুর থানায় । পরবর্তীতে  পুলিশ তদন্তে নামে এবং অবশেষে তিন চোরকে আটক করতে সক্ষম হয়।ধৃতরা হল — পিন্টু নাথ, সুজিত বরুয়া এবং শুভ্রজিৎ বরুয়া। তিনজনের বাড়ি কাঞ্চনপুর রবীন্দ্রনগর এলাকাতেই। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের সদস্য পিন্টু নাথ চুরি করা স্বর্ণের চেইন ও স্বর্ণের ব্রেসলেট ধর্মনগরের সেন্ট্রাল রোডে "সাথী সিটি গোল্ড" নামের একটি দোকানে বিক্রি করে ৯০ হাজার টাকা আদায় করে।ঘটনার সূত্র ধরে, শুক্রবার রাতে কাঞ্চনপুর থানার পুলিশ অভিযানে নামে উক্ত দোকানে। তবে অভিযানের খবর পেয়ে দোকানের মালিক সুজিত গড়াই পালিয়ে যায়। দোকানে উপস্থিত ছিল তার মা দীপিকা গড়াই। পুলিশি জিজ্ঞাসাবাদে দীপিকা গড়াই স্বীকার করে, তার ছেলে পিন্টু নাথের কাছ থেকে চেইন ও ব্রেসলেট ক্রয় করেছে।
তবে অলংকার ফেরত চাইলে দীপিকা গড়াই জানান, ওই স্বর্ণালঙ্কার ব্যাংকে জমা রেখে ঋণ নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাংকের কাগজপত্র সংগ্রহ করেছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলমান এবং পলাতক অভিযুক্ত সুজিত গড়াইকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান জারি রয়েছে।