
বিএসএনএল টেলিফোন অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো শুক্রবার। এ দিনের আয়োজিত এই বৈঠকে পৌরহিত্য করেন সাংসদ বিপ্লব কুমার দেব। বৈঠকের উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক অভিষেক দেবরায়, বরিষ্ঠ সাংবাদিক প্রনব সরকার সহ বিএসএনএলের উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন, টেলিফোন অ্যাডভাইজারি কমিটির বৈঠক প্রতি ৩ মাস অন্তর অন্তর হয়। মূলত এই টেলিফোন সংস্থার পরিষেবাকে আরো কিভাবে উন্নত করা যায় বৈঠকে সে নিয়ে আলোচনা হয়। যে সমস্ত সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলো আলোচনা সাপেক্ষে যদি ত্রিপুরাতেই সমাধান করা সম্ভব হয় তাহলে চেষ্টা করা হয় না হলে সমস্যাগুলোর সমাধানের জন্য কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানো হয়। বিপ্লব দেব বলেন, কমিউনিকেশন ব্যবস্থায় এখন যুগান্তকারী পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রচেষ্টায় এই উন্নয়ন সম্ভব হয়েছে। দেশকে ডিজিটাল করার প্রচেষ্টা করছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই কমিউনিকেশন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদান অস্বীকার করা যাবে না। আগামী দিনে এই প্রচেষ্টা জারি থাকবে বলে তিনি জানান।