
Jul 04, 2025
ডি ডব্লিউ এস মোহনপুর মহকুমার উদ্যোগে বামুটিয়ার কামালঘাটে ৪টি পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত ড্রিংকিং ওয়াটার পাম্প অপারেটরদের দিয়ে এক দিনের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় আয়রন রিমুভাল প্ল্যান্টের উপর।অর্থাৎ পানীয় জলের পাম্প গুলিতে যে আয়রন মুক্ত পানীয় জল প্রদানের প্ল্যান্ট গুলো বসানো হয়েছে সে গুলি কি ভাবে কাজ করে,কি ভাবে কাজ করলে কোনো রকম বিপত্তি ছাড়া আয়রন মুক্ত পানীয় জল প্রদান করা যায় সেই বিষয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এই কর্মশালা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান ডি ডব্লিউ এস মোহনপুর মহকুমা ওয়ার্ক এসিস্ট্যান্ট শুভঙ্কর নাহা