
ঘৃণার রাজনীতি, সন্ত্রাসবাদ, এবং যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অভয়নগর অঞ্চল কমিটি। শুক্রবার রাজধানীর রাধানগর এলাকায় এই কর্মসূচি পালন করেন নারী সমিতির নেত্রীরা।
বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত বলেন, যুদ্ধ নয়, শান্তি চাই। প্যালেস্টাইনের উপর ইজরাইলের আক্রমণে হাজার হাজার শিশু এবং নারী তাদের প্রাণ দিয়েছেন। এছাড়াও পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিরীহ ভারতীয়দের জীবনহানি ঘটেছে। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দেশের জোট নিরপেক্ষ নীতি কে আরো শক্তিশালী করার ক্ষেত্রে দেশের সরকারের নীরবতা ভেঙে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে হবে।। পেহেলগাও এ হামলার ঘটনায় সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে তাদের শাস্তি দিতে হবে।