ত্রিপুরা
img

চাকরির আবেদনপত্র জমায় প্রযুক্তি সমস্যা, ডেপুটেশন যুব কংগ্রেসের

চাকরির জন্য আবেদন পত্র জমা দিতে গিয়ে অনলাইনে সার্ভার খারাপ থাকার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আবেদনকারীরা। অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবিতে শুক্রবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাকে নিকট ডেপুটেশন দিয়েছে প্রদেশ যুব কংগ্রেস।চাকরির আবেদনপত্র জমায় প্রযুক্তি সমস্যা, স্বাস্থ্য দফতরে ডেপুটেশন প্রদেশ যুব কংগ্রেসের।এবিষয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, কিছুদিন আগে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে ল্যাব টেকনেশিয়ান, রেডিওলজি এবং ইমেজ টেকনোলজি বিভাগে বেশ কিছু শূন্যপদ পূরণের আবেদন করার ঘোষণা দেওয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে এই শূন্যপদ পূরণের জন্য আবেদনপত্র জমা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে দফতর। সেই অনুযায়ী প্রায় ২০ থেকে ২৫ হাজার আবেদনকারী অনলাইনে আবেদন করেন। কিন্তু তার কিছুদিন পরেই দফতর থেকে জানিয়ে দেওয়া হয় যান্ত্রিক ত্রুটির কারণে আবেদনপত্রগুলি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ফলে, দফতর থেকে পুনরায় আবেদনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।তিনি ক্ষোভের সুরে বলেন, ওই ঘোষণার পর আবেদনকারীরা যখন পুনরায় আবেদন করতে যান তখন বেশিরভাগ ক্ষেত্রেই সার্ভারের সমস্যার কারণে আবেদনপত্র জমা দেওয়া যাচ্ছিল না। তাই আজ প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে ডেপুটেশন প্রদান করে এই পুনঃআবেদনের সময়সীমা আরো সাত দিন বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি দফতরে অফলাইনে আবেদনপত্র জমা রাখার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি। যার মাধ্যমে যারা অনলাইনে আবেদন করতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা যেন অফলাইনে এসে আবেদনপত্র জমা করে যেতে পারেন, বলেন তিনি।