ত্রিপুরা
img

নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হলো

একের পর এক আর্থিক কেলেংকারী,দুর্নীতিতে জর্জরিত দুর্গাবাড়ি চা বাগান অবশেষে প্রশাসক হারাধন চন্দ্র দাসের সুদক্ষ কাজের মধ্য দিয়ে সম্প্রতি লাভের মুখ দেখতে পায় এবং অবশেষে দীর্ঘ জল্পনার পর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দুর্গা বাড়ি টি এস্টেট ওয়ার্কার্স কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের নতুন কমিটি গঠিত হয় এবং গত মাসের ২৭ তারিখ কমিটি ৭ জন সদস্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় এবং শুক্রবার নির্বাচনের মাধ্যমে ৭ জন সদস্য থেকে দুর্গা বাড়ি টি এস্টেট ওয়ার্কার্স কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি নির্বাচিত হন বিপ্লব মুন্ডা এবং সম্পাদিকা নির্বাচিত হন পদ্দা ভূমিজ।বাকি সদস্যরা হলেন কানু ভর,বিশ্বজিৎ দেবনাথ,বিনোদ মুন্ডা,রবীন্দ্র সাঁওতাল,আলমনি সাঁওতাল।এর মধ্যে দুর্গা বাড়ি চা বাগান থেকে রয়েছেন ৫ জন ও সিমনা চা বাগান থেকে রয়েছে ২ জন।আজকের এই নির্বাচনে উপস্থিত ছিলেন দুর্গা বাড়ি টি এস্টেট কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রশাসক হারাধন চন্দ্র দাস,দুর্গা বাড়ি চা বাগানের ম্যানেজার আশীষ অধিকারী,দপ্তরের আধিকারিক অর্থাৎ নির্বাচন অফিসার সহ অন্যান্যরা।নতুন কমিটি আগামী ৩ বছর বাগানের এবং শ্রমিকদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন প্রশাসক হারাধন চন্দ্র দাস।পাশপাশি এই কমিটি গঠনের পর দুর্গা বাড়ি চা বাগানের পূর্বের ঘটনা গুলির নিরিখে সব কিছু পর্যবেক্ষণের জন্য দাপ্তরিক পর্যবেক্ষক নিয়োগ দরকার বলে মনে করছেন স্থানীয়রা।