
বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া গ্রামের অমৃত সরকার সরকার নামে এক যুবক স্থানীয় যুবতীদের বিভিন্ন ফটো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে সেগুলি অশ্লীল ফটো ভিডিও আকারে এডিট করে দেহ ব্যবসার জন্য মানসিক ভাবে চাপ সৃষ্টি করত।এমনকি যুবতীদের আত্নীয় স্বজন,বন্ধু বান্ধবদের মোবাইলে সেই অশ্লীল ফটো ভিডিও পাঠিয়ে তাদের ব্ল্যাকমেইল করতো।সেই মোতাবেক এক যুবতী তার বিরোদ্ধে বামুটিয়া পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ করে,মেয়ে সংক্রান্ত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বামুটিয়া ফাঁড়ির পুলিশ অমৃত সরকার নামে ওই যুবককে আটক করে এবং তার মোবাইল ফোন জব্দ করে প্রাথমিক তদন্তে যুবকের মোবাইল তদন্ত করতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে যায় খোদ পুলিশের।এবং গোটা ঘটনা নিয়ে অভিযোগকারী যুবতী জানায় তার মোবাইল হ্যাক করে তার অশ্লীল ফটো ভিডিও এডিট করে তাকে দেহ ব্যবসার জন্য মানসিক চাপ সৃষ্টি করে এবং তার মোবাইল ফোনে একাধিক ফেসবুক অ্যাকাউট রয়েছে,এলাকায় প্রায় ৫০ থেকে ৬০ জন যুবতীর অশ্লীল ফটো ভিডিও তার মোবাইল ফোনে এডিট করা আছে এবং উক্ত ঘটনাটি নিয়ে বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়াও জানান একই কথা।পরবর্তী সময় যুবতীর তরফে সাইবার ক্রাইমে মামলা করা হয় এবং গ্রেফতার হয় সেই যুবক অমৃত সরকার।এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।এখন দেখার বিষয় এই সকল সমাজদ্রোহীদের বিরোদ্ধে আমাদের বিচার ব্যবস্থা কি পদক্ষেপ গ্রহণ করে ।