ত্রিপুরা
img

ধলাই জেলা সফরে মন্ত্রী সুধাংশু দাস

দুইদিনের ধলাই জেলা সফরে গিয়ে বিভিন্ন প্রগতিশীল মৎস চাষীদের প্রকল্প সফর করেন রাজ্যের মৎস মন্ত্রী সুধাংশু দাস। তিনি প্রথমে আভাঙ্গা মৎস দপ্তরে যান। পরবর্তীতে  উত্তর হালহালি সুশান্ত দাস 'র হেচারী পরিদর্শন করেন। তিনি আসেন কমলপুরের প্রগতিশীল মৎস চাষী ফয়েজ মিয়া 'র রেহান হেচারী ফিস সেন্টার-এ। তার সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, সমাজ সেবী শম্পা দাস, সমাজসেবী কেশব ভূমির জেলা সভাধিপতি সুস্মিতা দাস,  সভাধিপতি অনাদি সরকার সহ মৎস্য দপ্তরের বিভিন্ন আধিকারিক গণ । মন্ত্রী সুধাংশু দাস বলেন স্বল্প পুঁজিতে মৎস্য চাষ করে অধিক মুনাফা পাওয়া যায় এবং  রাজ্যে ভালো বাজার রয়েছে মাছের । তিনি রেহান হেচারী ফিস সেন্টার -এ ফার্ম ও বিজ্ঞানসন্মত ভাবে তৈরি মাছের বৃডিং কেন্দ্রগুলো পরিদর্শন করেন।