ত্রিপুরা
img

স্থানীয়দের হাতে আটক দুই নেশাখোর যুবক

বৃহস্পতিবার লেফুঙ্গা থানাধীন মোহনপুর এসডিএম চৌমুনীতে ড্রাগস সেবন করতে এসে জনতার হাতে আটক দুই যুবক ।,পরবর্তী সময়ে উত্তম মধ্যম দিয়ে স্থানীয়রা একটি বাইক সমেত তাদের তুলে দেয় পুলিশের  হাতে।জানা যায় স্থানীয় যুবকরা যখন মাঠে খেলতে যায় তখন এই যুবকদের দেখে সন্দেহ হলে ,স্থানীয় যুবকরা এগিয়ে যায় এবং তখন ড্রাগস সেবনকারী যুবকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে,এবং তারা ড্রাগসের নেশায় আসক্ত ছিল ।  যাতে পরবর্তীতে নেশা গ্রস্ত যুবকরা কোনো দুর্ঘটনার কবলে না পরে তাই স্থানীয় যুবকরা তাদের আটক করে খবর দেয় পুলিশে এবং পুলিশের হাতে তুলে দেয়।যুবকদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান স্থানীয় সচেতন মহল ও পুলিশ প্রশাসন ।