
Jul 03, 2025
বিমান যাত্রায় বিপদ কাটছেই না। আহমেদাবাদের ভয়াবহ দুর্ঘটনার পরেও, পরপর বিমানে বিপত্তি সামনে এসেছে এয়ার ইন্ডিয়ার। সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ। তবে এবার বিপদ স্পাইসজেট বিমানে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিপত্তি ঘটেছে গোয়া-পুনে স্পাইসজেট বিমানে। মাঝ আকাশে আচমকা বিমানের জানালার ফ্রেম খুলে পড়ে যায়। যদিও বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি। মঙ্গলবার গোয়া থেকে পুনেগামী স্পাইসজেটের ফ্লাইট SG-1080-এ এই ঘটনাটি ঘটে। ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।