
বুধবার রাতে নিয়মিত নাকা চেকিং চলাকালীন সময় এক সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বাগবাসা থানার পুলি। জানা যায় বাগবাসা থানার নাকা চেকিং পয়েন্টে পুলিশ রুটিন তল্লাশি চালাচ্ছিল সে সময় একটি লাইন গাড়ি থেকে এক যুবক পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করে। এতে পুলিশের সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে ধাওয়া করে আটক করা হয়। তল্লাশির পর মাদক বেপারী যুবক আবদুল আতার কাছ থেকে উদ্ধার হয় মোট ১০,০০০ ইয়াবা ট্যাবলেট, যার ওজন এক কেজিরও বেশি যার কালোবাজারি মূল্য প্রায় ৫০ লক্ষর উপর।ধৃত যুবক আবদুল আতা, পিতা এমাদ উদ্দিন। তিনি পার্শ্ববর্তী রাজ্য আসামের নিলাম বাজার থানার অন্তর্গত রানী গ্রামের বাসিন্দা।ঘটনার খবর পাওয়ার পর মহকুমা অতিরিক্ত জেলাশাসক সন্দীপ দেববর্মা ও মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান। বাগবাসা থানার অফিসার-ইন-চার্জ পার্থ দেবের নেতৃত্বে পুলিশের একটি দল ও টিএসআর যৌথভাবে অভিযানে অংশ নেয়।পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং মাদক পাচারের নেটওয়ার্কের বিস্তারিত অনুসন্ধান শুরু হয়েছে ।