ত্রিপুরা
img

সড়ক অবরোধে এলাকাবাসী

কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা দেব সরকারের বিরুদ্ধে  ক্ষুব্দ হয়ে  এলাকার জনগণ উত্তম ভক্ত চৌমুহনী থেকে ফুলতলী যাওয়ার মূল সড়ক পান্ডবপুর ইটভাটা চৌমুহনী এলাকায় অবরোধ সংঘটিত করে।
এলাকার জনগণ অভিযোগ করে বলেন বিধায়িকাকে ভোট দেওয়ার পর এলাকার মধ্যে আর দেখা যায়নি। তিনি যদিও আসেন মোটা চাকা গাড়ি ব্যবহার করে সেই ভাঙ্গা রাস্তার উপর দিয়ে চলে যান। এইভাবে উক্তি করে পাণ্ডবপুর ইট ভাটা চৌমুহনী এলাকায় রাস্তার দুই পাশে বাঁশের ব্যারিকেট দিয়ে আন্দোলনে নামে জনগন। তাদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত রাস্তা সংস্কার করা না হবে রাস্তা অবরোধ তোলা হবে না। যার পরিপ্রেক্ষিতে দুই পাশে রাস্তায় অনেক গাড়ি আটকে যায়। জানাযায় দীর্ঘদিন যাবত উত্তমভক্ত চৌমুহনী থেকে ফুলতলী বাজার পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। মানুষ আসা-যাওয়া এমনকি গাড়ি বাইক নিয়ে চলাফেরা করতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই এই রাস্তার মধ্যে কাঁদা জমে হাঁটু পর্যন্ত জল জমে যায়। স্কুলের কচিকাঁচারা আসা যাওয়া স্কুলে বন্ধ করে দিয়েছে।বুধবার সকালবেলা ওই এলাকার এক যুবক বাইক নিয়ে যাওয়ার পথে সেই রাস্তার মধ্যে  পান্ডবপুর ইট ভাটা এলাকায় উল্টে পড়ে গুরুতর আহত হয় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আর তারপরেই এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বসে এবং দুই পাশে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। জনগণের অভিযোগ বারবার স্থানীয় পঞ্চায়েত এমনকি এলাকার বিধায়িকাকে জানানোর পরেও সংস্কারের নামে কোন উদ্যোগ নেই। চার কিলোমিটার রাস্তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়ে আছে। বলতে গেলে এলাকার জনগণ বিধায়িকার প্রতি ক্ষুব্ধ হয়ে এই আন্দোলনে নামে। তাদের বক্তব্য কোনো উন্নয়নমূলক কাজে তিনি এগিয়ে আসতে দেখা যায়নি। তবে এলাকার জনগণ যতক্ষণ পর্যন্ত রাস্তা সংস্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ তোলা হবে না।