
বাইখোড়ার লোকজন বর্তমান সময়ে স্বাস্থ্য পরিষেবা নিতে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই বাইখোড়া বাসীর উন্নয়ন স্বার্থে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে মহকুমা হাসপাতালে রূপান্তরিত করার জন্য বাইখোড়ার এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হন জেলার চীপ মেডিক্যাল অফিসার জ্যোতির্ময় দাসের সঙ্গে । প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাইখোড়া বাজার ব্যবসায়ী সংঘের সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ সহ বাইখোড়া এলাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিগন । জানাযায় বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন গড়ে রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসেন কম করেও ৬০ থেকে ৭০ জন । স্বাস্থ্যকেন্দ্রে রোগী ভর্তি থাকেন ২০ থেকে ৩০ জন । কিন্তু প্রয়োজনীয় বেড না থাকার কারনে রোগী স্বাস্থ্যকেন্দ্রের ফ্লোরে শুয়ে চিকিৎসা পরিষেবা নিতে হয় । তাই এই স্বাস্থ্যকেন্দ্রকে মহকুমা হাসপাতালে রুপান্তরিত করার জন্য বাইখোড়াবাসী রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং জোলাইবাড়ী বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কেবিনেট মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার আন্তরিক সহযোগিতা প্রার্থনা করেন । এখন দেখার বিষয় বাইখোড়া বাসীর উন্নয়ন স্বার্থে স্বাস্থ্য দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।