
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোরাই সেগুন কাঠ উদ্ধার করলো ধর্মনগর বন দপ্তর। এই ঘটনা ঘটেছে বুধবার , ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লক অফিস সংলগ্ন উত্তর হুরুয়া গ্রামে।বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর চারটা নাগাদ বন সুরক্ষা ইউনিটের সাথে টহল দিচ্ছিলেন ধর্মনগর মহকুমা বন আধিকারিক অশোক কুমার। সেই সময় তারা লক্ষ্য করেন, একটি মাল বোঝাই গাড়ি সন্দেহজনকভাবে দ্রুত গতিতে যাচ্ছে। গাড়িটিকে অনুসরণ করে উত্তর হুরুয়া গ্রামে আটকানোর চেষ্টা করা হলে, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কৃষি জমিতে উল্টে যায়।ঘটনার সুযোগে চালক পালিয়ে যেতে সক্ষম হলেও, বন দপ্তরের টহলদল গাড়িটি এবং তাতে বোঝাই থাকা বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করে। উদ্ধার হওয়া কাঠ ও গাড়িটি বর্তমানে ধর্মনগরের জেলা বন দপ্তরে নিয়ে আসা হয়েছে।বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে এবং শীঘ্রই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।