ত্রিপুরা
img

ত্রিপুরার বাইক উদ্ধার আসামে

চুরি কান্ডের চব্বিশ ঘণ্টার মধ্যেই তদন্তে নেমে অপর একটি চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হয় চুরাইবাড়ি থানার  পুলিশ।  মরণব্যাধি ড্রাগসের নেশায় আসক্ত যুবকরা এই চুরি কান্ডে যুক্ত হয়ে গোটা এলাকাকে বিষিয়ে তুলছে। গত সোমবার  চুরাইবাড়ি নেতাজিপাড়া থেকে একটি বাইক চুরি হওয়ার পর সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। অবশ্য তদন্তে নেমেই সাফল্য কুড়াতে সক্ষম হয় পুলিশ। প্রায় সপ্তাহ খানেক পূর্বে রবিদাস পাড়া এলাকা থেকে অপর একটি বাইক চুরির ঘটনা ঘটে। অবশ্য মঙ্গলবার  তদন্তে নেমে পার্শ্ববর্তী অসমের দুবাগ থেকে বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরে বাইকটি থানায় নিয়ে আসা হয়। অপরদিকে নেতাজি পাড়া থেকেও চুরি যাওয়া বাইকটির তদন্তে অনেকটা এগিয়ে গেছে পুলিশ, বলে জানা যায়। ইতিমধ্যে এই বাইকসহ চোরকে আটকের অপেক্ষায় সাধারণ মানুষ।