ত্রিপুরা
img

মহাকরণ অভিযান করবে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ,

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে মহাকরণ অভিযান কর্মসূচি আগামী ৪ জুলাই। অনুষ্ঠিতব্য এ কর্মসূচির জোরালো প্রচার শুরু করে দিয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। এ বিষয়ে এক সাংবাদিক বৈঠকে সবিস্তারে তথ্য দিলেন আহ্বায়ক তথা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন।


 

 অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে মহাকরণ অভিযান কর্মসূচি আগামী ৪ জুলাই। অনুষ্ঠিতব্য এ কর্মসূচির জোরালো প্রচার চলছে। এই অভিযানে ব্যাপক সংখ্যক অনিয়মিত কর্মচারীদের শামিল হওয়ার কথা জানালেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ নেতৃত্ব। শুধু তাই নয়, এসএসএ'র শিক্ষক কর্মচারীরাও মহাকরণ অভিযান কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের কর্মসূচি চূড়ান্ত করার পর স্থগিত রাখা হয়েছে। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই এসএসএ'র শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে মহাকরণ অভিযান কর্মসূচি সংগঠিত করা হবে। ভারতীয় মজদুর সংঘের আহ্বানে এসএসএ'র শিক্ষক কর্মচারীরা মহাকরণ অভিযান কর্মসূচি সংগঠিত করে সরকার প্রধানকে দাবিসংবলিত স্মারকলিপি দেবে। এদিকে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের জোরালো দাবি সকল অনিয়মিত কর্মীদের নিয়মিত করতে হবে।মূলত ৬টি দাবির ভিত্তিতে জেলাশাসকদের কাছে ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করা হয়েছে আট জেলায়। এবার মহাকরণ অভিযানের চূড়ান্ত পর্ব। মঙ্গলবারও গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন মঞ্চের নেতৃত্ব। তারা জানিয়েছেন সেদিন অনিয়মিত কর্মচারীদের ঢল নামবে আগরতলায়। নেতৃত্ব জানিয়েছেন তাদের আরও দাবি নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান করা,যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে চলে গেছেন বা চাকরিরত অবস্থায় মারা গিয়েছেন তাদের এককালীন ১০ লক্ষ টাকা প্রদান,আংশিক সময়ে অনিয়মিত কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান,
১০ বছর পূর্ণ অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের স্কিম চালু করা, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ স্কিম ২০১৮ সালের ৩১ জুলাই স্থগিত করা মেমোরেন্ডাম প্রত্যাহার করা ইত্যাদি। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ জুন মাসব্যাপী অনিয়মিত কর্মচারীদের ৬ দফা নিয়ে রাজ্যের আট জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন দিয়েছিল। সর্বশেষ সিপাহিজলা জেলা শাসকের অফিসে প্রদানের মাধ্যমে শেষ হলো জেলা স্তরের কর্মসূচি। রাজ্যের ৮ জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান পর্ব শেষ হয়েছে। আগামী ৪ জুলাই মহাকরণ অভিযানের মাধ্যমে রাজ্যের মুখ্যসচিবের নিকট ডেপুটেশন প্রদান করবে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। ওইদিন দুপুর ১২ টায় আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে  মিছিল করে মহাকরণ পর্যন্ত যাওয়া হবে এবং সেখান থেকে এক প্রতিনিধি দল মুখ্যসচিবের নিকট গিয়ে ডেপুটেশন প্রদান করবেন জানান ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মন। ইতিমধ্যে মহাকরণ অভিযানের অনুমতি পাওয়া গিয়েছে বলেও নেতৃত্ব জানিয়েছেন। নেতৃত্বের দাবি রাজ্যের অনিয়মিত কর্মীদের মধ্যে দারুণ সাড়া কখন রাজপথে নেমে দীর্ঘ দিনের বঞ্চনার ইতিহাস রাজ্যবাসী এবং প্রশাসনকে জানাবেন। সংগঠনের আহ্বায়ক তথা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন সকল অনিয়মিত কর্মীদের প্রতি আহ্বান রাখেন ৪জুলাই যেন মহাকরণ অভিযানে সামিল হওয়ার জন্য। তাছাড়া গোটা রাজ্যে ব্যাপক প্রচার চলছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চেরও।