
সিমনা বিধানসভার মেখলিবন্ধ এডিসি ভিলেজের অধীন বালুগাং ইংলিশ মিডিয়াম জেবি স্কুল। স্কুলটিতে ১৮ জন ছাত্রছাত্রী সহ চার জন শিক্ষক রয়েছে। স্কুলটিতে তিন মাস আগে আম গাছ পড়ে বিদ্যুতের সংযোগ ছিড়ে যায়। তারপর স্কুল ইনচার্জ বহুবার বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেও এখনো পর্যন্ত পুনরায় স্কুলটিতে বিদ্যুৎ সংযোগ লাগাতে পারেননি। যার ফলে স্কুলে থাকা কম্পিউটার নষ্ট হয়ে যাচ্ছে এমনকি ছাত্র-ছাত্রীদের পানীয় জলের সুবিধার্থে একটি অ্যাকোয়া গার্ড মেশিন প্রদান করলেও এখনও পর্যন্ত ইন্সটলই করা হয়নি বিদ্যুতের অভাবে। প্রচন্ড তাপপ্রবাহে বিদ্যুৎ না থাকার ফলে সিলিং ফ্যান থাকা সত্ত্বেও ছাত্র-ছাত্রীরা গরমের যন্ত্রণায় ভুগছে। এ ছাড়াও স্কুলটির ছাউনির চাল নষ্ট হয়ে যাবার ফলে বৃষ্টির জল পড়ছে ক্লাসরুমগুলিতে। বৃষ্টির জল পড়ে বিদ্যালয়টির সিলিং নষ্ট হয়ে যাচ্ছে। ইনচার্জ জানান এই বিষয়টি তিনি এডিসির শিক্ষামন্ত্রী রবীন্দ্র দেববর্মাকে জানিয়েছিলেন কিন্তু কোন কাজ হয়নি। অর্থাৎ বালুগাং ইংলিশ মিডিয়াম স্কুলটি নানা সমস্যা ধুঁকছে সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতিতে।