
নেশার টাকা জোগাড় করতে এবার মন্দির সহ শিক্ষালয়ে হানা দিলো চোরের দল। ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন বাইদ্যার দীঘি শক্তি মাতা সংঘ কালীমন্দিরে ও পিএম শ্রী বাইদ্যাদীঘি এইচএস স্কুলে। প্রথমে কালী মন্দিরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙ্গে সমস্ত প্রণামী টাকা চুরি করে নিয়ে যায়। কালীমন্দিরে চুরির ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সকল অংশের জনগণ। দ্বিতীয় ঘটনাটি পিএম শ্রী বাইদ্যাদীঘি এইচএস স্কুলে মিড ডে মিলের ঘরে দুঃসাহসিক চুরি, ঘটনার তদন্তে নামে বিশালগড় থানার পুলিশ ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে।প্রাত: বিভাগের শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে হঠাৎ দেখতে পায় মিড ডে মিল ঘরের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার বিজেপি মন্ডল সভাপতি সহ প্রধান। জানাযায় বেশ কিছুদিন পূর্বেও উক্ত স্কুলে চোরের দল হানা দিয়ে ৪০টি ছোট আকারে ল্যাপটপ যাকে ট্যাবলেট বলা হয় তা চুরি করে নিয়ে যায়। তবে মন্ডল সভাপতির অভিযোগ ব্রাউন সুগার সহ একাধিক নেশায় আসক্ত যুবকরা তাদের নেশার টাকা যোগাড় করতেই এলাকায় এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করছে। নেশায় বর্তমান যুবসমাজ ধ্বংসের পথে। সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান মন্ডল সভাপতি নারায়ন দেবনাথ।