
ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ বাজারে ব্যবসায়ীর উপর প্রাণঘাতি হামলা।বুধবার বিশ্রামগঞ্জ রাজা চৌহমুনি এলাকায় অমিত দেববর্মা নামে এক ইলেকট্রনিক ব্যবসায়ীর উপর প্রাণঘাতি হামলা করলো বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকার ঠান্ডা রাম দেববর্মা নামে এক যুবক।কোনরকম ভাবে প্রানে বেঁচে গেলো ব্যবসায়ী অমিত দেববর্মা।দা দিয়ে হামলা করে অমিত দেববর্মার উপর। তার দোকানের যাবতীয় জিনিস পত্র লন্ডভন্ড করে দেয় ঠান্ডা রাম দেববর্মা। আক্রান্ত ব্যবসায়ী অমিত দেববর্মা বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করেন পাশাপাশি এই মুহূর্তে বিশ্রামগঞ্জ থানায় দারস্ত হয়ে ঠান্ডা রাম দেববর্মার উপর অন্তর্কিত হামলার আইনি বিচার চেয়ে মামলা দায়ের করে বলে জানিয়েছেন তিনি। মূলত ঠাণ্ডা রাম দেববর্মা এবং অমিত দেববর্মার বাড়ি বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায়। কোন এক ব্যবসা জনিত বিষয়কে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলে জানা যায়।