ত্রিপুরা
img

অনুষ্ঠিত হলো বার পূজা

ঢাকের বারির মধ্য দিয়ে উমাকান্ত ময়দানে অনুষ্ঠিত হলো বার পূজা। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত আসন্ন প্রথম ডিভিশন ও রাখাল শিল্ডের জন্য  উমাকান্ত মাঠে বুধবার বার পূজা দিয়ে প্র্যাকটিসে নেমেছে ফরওয়ার্ড ক্লাব এর ফুটবল টিম ।ক্লাব সভাপতি বাসুদে চৌধুরী এবং সম্পাদক পার্থসারথি গুপ্ত জানান  এই বছর দেশের বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ রাজ্য এবং বহিরাজ্যের  ফুটবলার দিয়ে তৈরি করা হয়েছে শক্তিশালী দল।  তাছাড়া থাকবে বহি রাজ্যের কোচ। ভালো খেলা উপহার দেবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষরা। বহি রাজ্যের মোট ১৬ জন খেলোয়ার খেলায় অংশগ্রহণ করবে।